বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

July 31, 2023

মেহেরপুর নিউজ:

১৯৭৫ সালের ১৫ আগস্ট  জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন। এ দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম হাসান।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতির পিতার সমাধি ও এর আশপাশ এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য নির্দেশনার মধ্যে আছে—নিরাপদ যোগাযোগ ব্যবস্থা,  পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ইত্যাদি।

প্রস্তুতিমূলক সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী,গাংনী পৌরসভার মেয়র আহমদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।সভায় মেহেরপুর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।