বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

By মেহেরপুর নিউজ

November 07, 2015

মেহেরপুর নিউজ,০৭ নভেম্বর: সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যে আলোচনা সভা, শোভাযাত্রা ও পুরুস্কার বিতরণের মধ্যে দিয়ে মেহেরপুর পালিত হলো ৪৪ তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১(সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বশির আহমেদ, মৎজীবী সমবায় প্রতিনিধি সাদিক হোসেন বাবুল। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনসদর উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মককর্তা রত্না রানি পাল । আলোচনা শেষে জেলার শ্রেষ্ঠ তিন সমবায় সমিতি,একজন শ্রেষ্ট সমবায়ী ও উপজেলা শেষ্ট্র সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা সমবায় পরিদর্শক মাহবুবুল হক মন্টু। এর আগে জেলা সমবায় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।