বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

By মেহেরপুর নিউজ

January 02, 2018

মেহেরপুর নিউজ, ০২ জানুয়ারী: মেহেরপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন উপলক্ষে “নারী পুরুষ নির্বিশেষে, সমাজসবায় গড়বো দেশ” এই প্রতিপাদ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদের নেতৃত্বে এ র‌্যালী অনুষ্ঠিত হয়।র‌্যালীটি জেলা শিল্পকলা প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিম সিংহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোসারফ হোসেন প্রমুখ।