খেলাধুলা

মেহেরপুরে জাতীয় স্কুল ক্রিকেটে টেকনিক্যাল স্কুল চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

March 14, 2016

মেহেরপুর নিউজ, ১৪ মার্চ: বিসিবির উদ্যেগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন  করেছে।

সোমবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৬৬ রানে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ৪১ ওভার  ১ বলে ১৯৮ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সাকিল খান ৬৮ রান সংগ্রহ করে। মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের রাশেদুজ্জামান ৪টি উইকেট লাভ করে।

জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় ৩৬ ওভার ৫ বলে ১৩২ রান করে সবাই  আউট হয়ে যায়। দলের পক্ষে মোহন রাশেদুজ্জামান ৪৩ রানে করে। জাহিদ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পক্ষে ৪টি উইকেট লাভ করে। সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের রাশেদুজ্জামান ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন। ফাইনাল খেলাটি পরিচালনা করেন রঞ্জু ও সোহেল। তাদের সহযোগিতা করেন স্বপন।

খেলা শেষে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কো-অডিনেটর হাসানুজ্জামান হিলন সেখানে উপস্থিত ছিলেন।