খেলাধুলা

মেহেরপুরে জাতীয় স্কুল ফুটবল টূর্নামেন্ট-২০১২ খেলায় কবি নজরুল স্কুল চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

March 12, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মার্চ: “জয় হবে ফুটবলের, ক্ষয় হবে মাদকের, পড়ালেখা ছাড়বনা, মাদক সেবন করবনা”এ শ্লোগানকে সামনে রেখে মেহেরপুরে জাতীয় স্কুল ফুটবল টূর্নামেন্ট-২০১২ ফাইনালের জেলা পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলার ৩ টি উপজেলার ৩০টি স্কুল এই  ফুটবল টূর্নামেন্টে অংশ গ্রহন করে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার সময় মেহেরপুর শহরের উপকণ্ঠে গোভীপুর হাই স্কুল মাঠে ফাইনাল খেলায় গাংনী উপজেলার সন্ধানী স্কুল এন্ড কলেজকে ১-০ গোলে পরাজিত করে মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিল চ্যাম্পিয়ন হয়। পরে ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরষ্কার তুলে দেন মেহেরেপুর জেলা প্রশাসক সাহান আরা বানু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার শাহ-মোমিন, জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি আতাউল হাকিম লাল মিয়া , ইসলামী ব্যাংকের ম্যানেজার,গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজামাল, বিভিন্ন স্কুলের শিক্ষক সহ ফুটবল প্রেমিক ভক্তরা।