বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতে ইসলামী নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Meherpur News

November 13, 2025

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ গণভোট টাই আগে চাই, কিন্তু সরকার নির্বাচন ও গণভোট একই সাথে করার চিন্তা করছে। এনিয়ে আমাদের কর্মসূচি চলছে আমাদের বিশ্বাস সরকার এটা ভেবে দেখবে এবং নভেম্বরেই গণভোট নিয়ে ইলেকশন পরিচালনা করবে। জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা জামায়তে ইসলামীর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন। গনভোট আগে না দিলে জামায়াত নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্বাচন ও আন্দোলন একই সাথে করতে চাই। ইতিমধ্যে ৩শ আসনেই আমাদের প্রার্থী চূড়ান্ত করেছি। ইলেকশনের প্রচারণা ও গণভোটের দাবি একই সাথে চলবে।

মোবারক হোসেন বলেন, জুলাই সনদের প্রধান উপদেষ্টা যে সমস্ত পয়েন্টগুলো উত্থাপন করেছেন তার অধিকাংশ জামায়াতের। এখানে অনেকগুলো পয়েন্ট এই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিলো। তিনি বলেন, জুলাই সনদে আমাদের বিষয় গুলো প্রতিফলিত হয়েছে।আওয়ামী লীগের লকডাউনের বিষয়ে তিনি বলেন, পতিত সরকারের দল শুধু হম্বিতম্বি করেছে, ঢাকায় কোন অবস্থান তৈরি করতে পারেনি। গত ১৫ বছর তারা যে অপকর্ম করেছে তাতে আগামীর রাজনীতিতে আওয়ামী লীগ আর মাথা তুলে দাঁড়াতে পারবেনা। তাদের প্রতিরোধ করার জন্য রাজপথে জামায়াত ইসলাম ও ইসলামী ছাত্রশিবির থাকবে।

মতবিনিময় সভায় জেলা জামায়েত ইসলামীর আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে জামায়াতে মনোনীত প্রার্থী মাওলানা তাজ উদ্দিন খান, জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গাংনী উপজেলা আমির ও মেহেরপুর-২ (গাংনী) আসলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা নাজমুল হুদা, মুজিবনগর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।