বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

By Meherpur News

June 21, 2025

মেহেরপুর নিউজ:বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলার রুকনদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে এ শিবিরের আয়োজন করা হয়।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান।

শিবিরের উদ্বোধনী বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাহবুব উল আলম, কর্ম পরিষদের সদস্য আব্দুল মজিদ, অধ্যক্ষ নজরুল ইসলাম, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর আবুল হাশেম প্রমুখ।

দিনব্যাপী এই শিক্ষা শিবিরে মেহেরপুর জেলার রুকনরা অংশগ্রহণ করেন।