বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জামায়াতের জেলা ও দু’ উপজেলা আমীর সহ ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

By মেহেরপুর নিউজ

August 13, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগস্ট: জামায়াতের ডাকে হরতালের প্রথম দিনে মেহেরপুরে দিনব্যাপী বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, গুলি, ককটেল নিক্ষেপ ঘটনায় পুলিশ মেহেরপুর সদর ও গাংনী উপজেলা জামায়াতের আমীর সহ অজ্ঞাত ৫ হাজার নেতাকর্মীকে আসামী করে মামলা করেছে। আজ সন্ধ্যায় মেহেরপুরের গাংনী থানার এস আই আশরাফ হোসেন ও সদর থানার এস আই মিজান বাদী হয়ে দুই থানায় দু’টি পৃথক মামলা দায়ের করেন। গাংনী উপজেলার গাঁড়াডোব সড়কে পুলিশের সাথে জামায়াতের সহিংস ঘটনায় পুলিশ গাংনী উপজেলা আমীর রবিউল ইসলাম সহ দুই’শ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত চার হাজার জনকে আসামী করে মামলা করেছে। অন্যদিকে- সদর থানায় দায়েরকৃত মামলায় পুলিশ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর তাহাজ উদ্দিন, সদর উপজেলা আমীর রুহুল আমিন সহ ৪১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৮’শ জনকে আসামী করে মামলা হয়েছে। তবে, এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত জামায়াতের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। উল্লে­খ্য- আজ মেহেরপুরের তিনটি স্থানে পুলিশের সাথে জামায়াতের সংঘর্ষ ঘটনায় ১০ পুলিশ সদস্য সহ অর্ধশত জন আহত হন। পুলিশ পরিস্থিতি মোকাবিলায় প্রায় অর্ধশত টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই সময় জামায়াত নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি নিক্ষেপ করে। পরিস্থিতি মোকাবিলায় বর্তমানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গোলাম মোস্তফা মেহেরপুর প্রতিনিধি ১৮১৯-৬৯৬৯০৯