রাজনীতি

মেহেরপুরে জামায়াতের ডাকা হরতাল চলছে

By মেহেরপুর নিউজ

June 10, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন: জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আজ সকাল ৬টা থেকে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায় শুরু হয়েছে। আদালত অবমাননার দায়ে জামায়াতের তিন নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জেল-জরিমানা করার প্রতিবাদে রোববার বিকেলে এ হরতালের ডাক দেন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। হরতালের কারণে দুরপাল্লার কোন গাড়ি ছাড়েনি। অভ্যন্তরিণ রুটে যান চলাচল বন্দ্ধ রয়েছে। তবে শহরে রিকসা,ভ্যান,ইজিবাইক.নছিমন.করিমন.ব্যক্তিগত যান,অফিসিয়াল গাড়ি,মোরসাইকেল চলাচল রয়েছে অন্যান্য দিনের মতন। অফিস আদালতে উপস্থিতি রয়েছে স্বাভাবিক। ব্যাংক,বীমায় কার্যক্রম চলছে স্বাভাবিক গতিতে। শহরের দোকানপাট খোলা শুরু হয়েছে। হরতালের পক্ষে কোন মিছিল কিংবা পিকেটিং এর সংবাদ পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার ওসি জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। প্রসঙ্গত, ১৮ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতের ইসলামের শীর্ষ কয়েকজন নেতা বর্তমানে জেলে আছেন। মধ্যম সারির দুয়েকজন নেতা ছাড়াও সবাই আটক আছেন বা জেলে আছেন। সিনিয়র নেতাদের মধ্যে হাতে গোনা যারা বাইরে আছেন, তারাও আত্মগোপনে। আদালত অবমাননার দায়ে আত্মগোপনে থাকা তিন জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও মো. সেলিম উদ্দিনকে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেল-জরিমানা করে, যার প্রতিবাদে জামায়াত সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।