রাজনীতি

মেহেরপুরে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত

By মেহেরপুর নিউজ

May 14, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে: জামায়াতের সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে  জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত  চলে। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ ছিলো আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।