মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ মে: জামায়াতের কেন্দ্রীয় নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় চলছে । আজ রোববার সকাল ৬টায় শুরু হওয়া এ হরতাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে। হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা, ভ্যান, ইজিবাইক, নছিমন ,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধে ফাসির রায় ঘোষণার পর হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। একই দিনে পূর্ব ঘোষিত হরতাল ছিলো হেফাজতে ইসলামের। তবে পরে তারা সেটি প্রত্যাহার করে নেয়।