মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ ফেব্রুয়ারী: শীর্ষ নেতাদের মুক্তি ,বিতর্কিত ট্রাইব্যুনাল ভেঙ্গে দেয়া ও আগামীকাল সোমবারের হরতাল সফল করার দাবিতে মেহেরপুর শহরে পৃথক ঝটিকা মিছিল করেছে জামায়াত ও শিবির। এলাকাবাসী জানায়,আজ রোববার বিকাল ৫ টার সময় জামায়াতের কয়েকজন নেতা কর্মী বড় বাজার মোড়ে একত্রিত হয়ে একটি মিছিল শুরু করে। মিছিলটি মেহেরপুর মহিলা কলেজ মোড়ে আসতে না আসতেই ছত্রভঙ্গ হয়ে যায়। অপরদিকে একই সময়ে শিবিরের কয়েকজন নেতাকর্মী মেহেরপুর কাশাড়ী পাড়াতে একত্রিত হয়ে একটি মিছিল শুরু করে। মিছিলটি মেহেরপুর প্রেসক্লাব চত্বরে যেয়ে মুহুর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যায় বলে এলাকাবাসী জানান। মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক জানান,এ ধরনের কোনো মিছিলের খবর আমার জানা নেই।