আইন-আদালত

মেহেরপুরে জাল দলিল করতে গিয়ে ৭ দিনের কারাদণ্ড

By মেহেরপুর নিউজ

December 30, 2019

মেহেরপুর নিউজ:

আমাদের শরিক ফাঁকি দিয়ে ঘুষের বিনিময়ে জাল দলিল করে খারিজ করতে গিয়ে জাল দলিল সহ ধরা পড়ায় নুরুজ্জামান নামের এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনউদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নুরুজ্জামান মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নাজমুল হকের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে মেহেরপুর সদর উপজেলার শুভরাজপুর গ্রামের নুরুজ্জামান একটি জমির ৭ জন শরিকানার মধ্যে ৪ জনের নিকট থেকে জমি কিনে জমি রেজেষ্ট্রি করেন।

পরে জহিরুল নামের এক মুহুরীকে দিয়ে ঘুষের বিনিময়ে ৭ জনের নাম বসিয়ে ওই জমির নাম খারিজ করতে আসেন। এদিকে নাম খারিজ করার জন্য শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি চলাকালে সহকারি কমিশনার মাইনউদ্দিন দুটি দলিলে দুই রকম স্বাক্ষর দেখে বিষয়টি সন্দেহ হয়। পরে নুরুজ্জামানকে জেরা করার এক পর্যায়ে নুরুজ্জামান ঘুষের বিনিময়ে জাল দলিল করার কথা স্বীকার করলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৭ দিনের জেল দেওয়া হয়।