আইন-আদালত

মেহেরপুরে জিনের বাদশা’র জেল জরিমানা

By মেহেরপুর নিউজ

September 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ সেপ্টেম্বর: মেহেরপুরে জিনের বাদশা সেজে প্রতরণার দায়ে কাবিরুন নেছা (৪০) নামের এক মহিলাকে ৪ মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার টার দিকে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন এ আদালত পরিচালনা করেন। দন্ডাদেশপ্রাপ্ত কাবিরুন নেছা শহরের খনদকারপাড়া নূরুলের স্ত্রী।ভ্রাম্যমান আদালত সুত্রে জানাগেছে, জিনের বাদশা সেজে সাধারণ মানুষের সাথে প্রতরণা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের সহকারী কমিশনার আরিফ হোসেনের নেতৃত্বে শহরের খন্দকার পাড়ায় অভিযান চালিয়ে প্রতরণা করার সময় তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক আরিফ হোসেন জানান, ১৮৬০ সালের দন্ডবিধি ২৭৬ ধারায় দোষী প্রমানীত হওয়ায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারায় তাকে এ রায় দেওয়া হয়।