মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই মাসের ঐতিহাসিক অভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে আয়োজিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ মামুন, ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেন এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।
এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সভায় জুলাই মাসের উল্লেখযোগ্য দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন প্রস্তুতি ও কর্মসূচি নির্ধারণ করা হয়।