বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জুলাই অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসবের পুরস্কার বিতরণ

By Meherpur News

August 05, 2025

মেহেরপুর ডিবেটিং ফোরামের উদ্যোগে এবং জেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত “জুলাই অভ্যুত্থান স্মারক বিতর্ক উৎসব”-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবীর, খাদিজা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ,রানার আপ জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন মেহেরপুর সরকারি মহিলা কলেজ,রানারআপ ছহিউদ্দিন ডিগ্রী কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেহেরপুর সরকারি কলেজ-২৪ এবং রানার আপ একই কলেজের মধ্যে পুরস্কার তুলে দেন।