মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ডিসেম্বর: জুয়া খেলার সময় মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ঈদগাহ মাঠে অভিযান চালিয়ে ৮ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরের দিকে মেহেরপুর সদর থানার এস আই কার্তিক চন্দ্র ও এএসআই মুস্তাহাব সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই ৮ জুয়াড়ীকে আটক করে। পুলিশ জানায়, আটক জুয়াড়ী সকলেই সদর উপজেলার বুড়িপোতা গ্রামের বাসিন্দা । তারা হলো: মহিরউদ্দিনের ছেলে দয়াল নবী ( ২৫), জিয়ারুলের ছেলে ইকবাল (১৯), আজিত আলীর ছেলে আকুব্বার(২০), সৈয়দ আলীর ছেলে পচু(৩২), শাজাহানের ছলে রিপন (২০), মাহাতাবের ছেলে খায়রুল (২২),মহাসিনেরে ছেলে রাসেল (২২) এবং বাবর আলীর ছেলে মকছেদ (৩৫)। আটক জুয়াড়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।