শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু ।। অংশ নিয়েছে ৮ হাজার ৩’শ ৭৪ জন পরীক্ষার্থী

By মেহেরপুর নিউজ

November 07, 2013

মেহেরপুর  নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর: সারা বাংলাদেশের ন্যায় মেহেরপুর জেলার ৩ উপজেলায় একযোগে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে।এর মধ্যে জেএসসি পরীক্ষায় ৭হাজার ৫’শ ৪৭ জন এবং জেডিসি পরীক্ষায় ৮’শ ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। জেএসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ৬টি কেন্দ্রে এবং জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২টি কেন্দ্রে। মেহেরপুর সরকারী বালক বিদ্যালয়ে ১হাজার ৪’শ৩জন,সরকারী বালিকা বিদ্যালয়ে ১হাজার ১২ জন,আমঝুপি মাধ্যমিক বিদ্যালয এবং  বালিকা বিদ্যালয়ে ৬’শ ৮০ জন,গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ১হাজার ৭’শ ৮৩জন,বামন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১হাজার ৪’শ ২৮ জনএবং মুজিবনগর ,মাধ্যমিক বিদ্যালযে ১হাজার ২’শ ৪১ জন। এছাড়া জেডিসি পরীক্ষায় মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদ্রাসায় ৫’শ ২৫ জন এবং গাংনী সিদ্দিকীয়া মাদ্রাসায় ৩’শ ২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। আজ সকাল ১০ টার সময় পরীক্ষা শুরু হলে মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন মেহেরপুরের সকল কেন্দ্র পরিদর্শন করেন।