বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

November 01, 2018

মেহেরপুর নিউজ, ০১ নভেম্বর : সারা দেশের ন্যায় মেহেরপুর জেলাতেও শান্তি পূর্ন ভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছে। এবার জেএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় ৩টি উপজেলায় ১২ হাজার ৮শ ২২ জন, এবং জেডিসি পরীক্ষায় ৭শ ৭৮ জন পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

মেহেরপুর জেলায় মোট ১০টি মূল কেন্দ্র সহ ১৯টি কেন্দ্রে জেএসসি এবং ২টি কেন্দ্রে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মূল কেন্দ্রসহ কবি নজরুল শিক্ষা মঞ্জিল, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (উপকেন্দ্রে) ২ হাজার ২শ ৬৫ জন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মূল কেন্দ্র সহ মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় (উপকেন্দ্রে) ১ হাজার ২শ ৯১ জন। আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্র সহ আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (উপকেন্দ্রে) ১ হাজার ২শ ৬২ জন ।

গাংনী উপজেলায় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১ শ ৬৯ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৮শ ৮১ জন, বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে ৯শ ২৪ জন, জুগির ঘোপা মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রসহ জুগিরঘোপা সরকারী প্রাথমিক বিদ্যালয় উপকেন্দ্রে ৭শ ৩৮ জন, মুজিবনগর উপজেলা মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রসহ মানিকনগর ডি এস আলিম মাদ্রাসা উপকেন্দ্রে ২ হাজার ৮৭ জন, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় মূল কেন্দ্রসহ কে এন এস এইচ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয় উপকেন্দ্রে ৭শ ৫৮ জন পরীক্ষা দিচ্ছে। এ

দিকে মেহেরপুর দারুল উলুম আহমদীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জেডিসি পরীক্ষায় ৫শ ১৯জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে ২৫১ জন পরীক্ষা দিচ্ছে। একই সাথে ভকেশনাল পরীক্ষায় মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কেন্দ্রে ৪৩২জন গাংনী ভকেশনালে ৪৯৭ জন পরীক্ষা দিচ্ছে। এদিকে পরীক্ষার প্রথম দিনে জেএসসি তে মেহেরপুর জেলায় ২শ ৯৯ জন জেডিসিতে ৫৩জন এবং ভকেশনালে ৬২ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকে। পরীক্ষা চলা কালে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক খায়রুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।