শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে জেএসসি পরীক্ষার ফল প্রকাশ ।। বোর্ডে সেরা তালিকায় স্থান পায়নি কোনো স্কুল

By মেহেরপুর নিউজ

December 30, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ ডিসেম্বর: সারাদেশের ন্যায় মেহেরপুরেও জেএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেএসসি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ ৫২ জন পরীক্ষা দিয়ে ২০ জন জিপিএ ৫ সহ ৫০ জন পাশ করে রেটিংয়ে ১ম স্থান অধিকার করেছে। সন্ধানী স্কুল এন্ড কলেজ ৮৭ জনের মধ্যে ২৭ জন জিপিএ৫ সহ সকলেই পাশ করে ২য়, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ২৬৪ জনের মধ্যে ৩৭ জন জিপিএ৫সহ ২৪৬ জন পাশ করে ৩য়, সরকারী বালক উচ্চ বিদ্যালয় ২৫৬জনের মধ্যে ২৪ জন জিপিএ৫ সহ ২৪৯ জন পাশ করে ৪র্থ, গাংনীর সেকেন্ডারী স্কুল এন্ড কলেজ ২৭৫ জনের মধ্যে ৩০ জন জিপিএ ৫ সহ ২৩৮ জন পাশ করে ৫ম, বাওট বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬১ জনের মধ্যে ৭ জন জিপিএসহ ৬০ জন পাশ করে ৬ষ্ঠ, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ৫৮ জনের মধ্যে ৩ জন জিপিএ ৫ সহ ৫৮ জন পাশ করে ৭ম, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৫১ জনের মধ্যে ৪ জন জিপিএ ৫ সহ ১৫০ পাশ করে ৮ম, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ৭০ জনের মধ্যে ১০ জন জিপিএ ৫ সহ ৬৫ জন পাশ করে ৯ম এবং মিকোশিশ মাধ্যমিক বিদ্যালয়ের ৫৪ জনের মধ্যে ১ জন জিপিএ ৫ সহ ৫৪ জন পাশ করে ১০ম স্থান অর্জন করেছে। তবে, গতবছর যশোর বোডে জেলার ২টি বিদ্যালয় সেরা তালিকায় স্থান পেলেও এবছর সে তালিকায় কোনো স্কুলই স্থান পায়নি।