টপ নিউজ

মেহেরপুরে জেলায় এইচএসসিতে সেরা সন্ধানী স্কুল এন্ড কলেজ

By মেহেরপুর নিউজ

July 17, 2019

মেহেরপুর জেলায় এইচএসসি ফলাফলে শীর্ষস্থান অর্জন করেছে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটির ৮৬ জনের মধ্যে পাস করেছে ৮৪ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।পাশের হার ৯৭.৭৬। এছাড়া জিপিএ ৫ এ শীর্ষে রয়েছে মেহেরপুর সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠানটিতে জিপিএ ৫ পেয়েছে ১৯জন। পাসের হার ৭৮.৯৭ ভাগ। মহাজনপুর কলেজ ৭৫ ভা। অন্য প্রতিষ্ঠান গুলোর মধ্যে মেহেরপুর পৌর কলেজ ৭০.৭৯ শতাংশ, মেহেরপুর সরকারি কলেজ ৬৫.৪৩, মুজিবনগর সরকারি কলেজ ৫৯.১৯ এবং এ আরবি কলেজের ৪৯.৬৭ ভাগ পাস করেছে।ভাটপাড়া বিএন কলেজ পাসের হার শতকরা ৮০.৭৬, গাংনী সরকারি ডিগ্রী কলেজ পাশের হার ৭৫.১১, গাংনী মহিলা ডিগ্রী কলেজ ৭৪.২৩, তেরাইল জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজ ৬৬.৬৬, কাজিপুর কলেজ ৬৭.৯৩, করমদি কলেজ ৬৮.২৭, মটকা জাগরণ মহাবিদ্যালয় ৫০, বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজ ৬৯.৬৩, কুতুবপুর স্কুল এন্ড কলেজ ৭২.৩৬, গাংনী মাধ্যমিক স্কুল এন্ড কলেজ ৬৭.৩৩ ভাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি কলেজ ৪ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে।