মেহেরপুর নিউজ,২৮ এপ্রিল: মেহেরপুর জেলা আইনগত সহায়তা কমিটির উদ্যোগে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি ও জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসানের নেতৃত্বে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা জজ কোর্ট প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালীর অগ্রভাগে একটি হাতি এবং বাদক দল র্যালীর শোভা বর্ধন করে। র্যালীতে অন্যান্যর মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা,পুলিশ সুপার হামিদুল আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ এম এ হামিদ, সহকারী যুগ্ম জজ মো: সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, রাজস্ব হেমায়েত হোসেন, সিনিয়র
জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন, মো: মতিউর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, পাবলিক প্রসিকিউটর এ্যাড. পল্লব ভট্টাচার্যসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। র্যালীর প্রাক্কালে সেখানে বেলুন ও কবুতর উড়ানো হয়।
এদিকে আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিকালে জেলা জজ কোর্ট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন , অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা,পুলিশ সুপার হামিদুল আলম, যুগ্ম জেলা ও দায়রা জজ এম এ হামিদ, সহকারী যুগ্ম জজ মো: সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবদুল্লাহ আল মামুন, মো: মতিউর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মোতাছিম বিল্লাহ মতু, পাবলিক প্রসিকিউটর অ্যাড. পল্লব ভট্টাচার্য, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাড. আসাদুল আযম খোকন, জিপি অ্যাড. শাজাহান আলী, অ্যাড. ইব্রাহিম শাহিন, পলাশি পাড়া সমাজকল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, অব: শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ সভায় মেহেরপুর জেলখানায় আটক ৫ জন আসামী এবং আইনগতসহায়তাগ্রহণ কারী কয়েকজন সদস্য অংশগ্রহণ করেন।