বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

By Meherpur News

December 28, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা খাস জমি ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় সরকারি খাস জমি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় খাস জমির সঠিক ব্যবহার, দখলমুক্তকরণ ও ব্যবস্থাপনা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় মেহেরপুর জেলার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।