মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে: মেহেরপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলেক কে মারধরের ঘটনায় মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও মেহেরপুর কুষ্টিয়া সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে নেতাকর্মীরা। এঘটনায় শহরের মল্লিক পাড়ার মাফুজ ও মনির নামের দুই জন কে আটক করেছে সদর থানা পুলিশ । মেহেরপুর সদর থানার ওসি আজিজুল হক জানান, মঙ্গলবার রাতে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় তালেবের হোটেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলেক খাবার খেতে গেলে স্থানিয় কয়েক জন যুবক তাকে মারধর করে।
এঘটনায় আজ
বুধবার সকালে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলামের নেতৃত্বে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিন শেষে কলেজ মোড়ে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় উত্তেজিত ছাত্রলীগ নেতাকর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে মেহেরপুর কুষ্টিয়া সড়কের উপরে টায়ার জ্বালিয়ে ১ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।