বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজিবি মোতায়েনের দাবি চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুলের

By মেহেরপুর নিউজ

December 22, 2016

মেহেরপুর নিউজ, ২২ ডিসেম্বর: মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাচনের দুইদিন আগে থেকে বিজিবি মোতায়েনের দাবি জানিয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও সদর উপজেলা আওয়ামলীগের সভাপতি গোলাম রসুল। বৃহস্পতিবার দুুপুরে মেহেরপুর শিশু একাডেমী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন তিনি এ দাবি করেন। গোলাম রসুল অভিযোগ করে বলেন, কেন্দ্রগুলোতে পোলিং এজেন্ড হিসাবে ইউপি চেয়ারম্যানদের রাখার জন্য কোনো এক প্রার্থী চেষ্টা করছেন বলে তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান নিজে পোলিং এজেন্টের দায়িত্বে থাকলে নির্বাচনে প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনের মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পল্টু। চেয়ারম্যান প্রার্থী গোলাম রসুলের পক্ষ নিয়ে সাবেক সংসদ জয়নাল আবেদীন বলেন, জেলা পরিষদের দলীয় প্রার্থী হিসাবে অ্যাড. মিয়াজান আলীকে সমর্থন দেন দল। কিন্তু জেলার স্থানীয় জনপ্রতিনিধিদের দাবির পেক্ষিতে তা বাতিল করে গোলাম রসুলকে প্রার্থী করার দাবি জানান হয়। তার প্রেক্ষিতে জননেত্রী সকল আগ্রহী প্রার্থীকে নির্বাচন করে জিতে আসলে বরন করে নেওয়ার কথা বলেন। আমরা তৃনমূল নেতাদের প্রার্থী হিসাবে গোলাম রসুলকে নিয়ে নির্বাচন যুদ্ধে অংশ গ্রহন করেছি। তিনি অভিযোগ করে বলেন, ভোটারদের বিভিন্ন হুমকি দিয়ে তাদের পক্ষে টানার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে অর্ধশত সাংবাদিক অংশগ্রহণ করেন।