খেলাধুলা

মেহেরপুরে জেলা পর্যায়ে ৪৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 01, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা  ক্রীড়া সমিতির উদ্যোগে জেলা পর্যায়ে ৪৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিসার আজাহার আলী ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। এ সময় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা, যাদুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান টিপু, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে ছেলেদের কাবাডি, হ্যান্ডবল ও মেয়েদের কাবাডি হ্যান্ডবলে মুজিবনগর উপজেলা দল জয়লাভ করেছে। সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় ছেলেদের কাবাডিতে মুজিবনগরের মিয়া মনসুর একাডেমী ৫৮-১৭ পয়েন্টে গাংনী ডিজিএমকে , বালিকাদের কাবাডিতে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ২৪-২১ পয়েন্টে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই মাঠে অনুষ্ঠিত ছেলেদের হ্যান্ডবলে মুজিবনগর দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় ৯-৪ গোলে গাংনীর মানিকদিয়া মাদ্রাসাকে পরাজিত করে। মেয়েদের হ্যান্ডবলে জোড়পুকুরিয়ার কাগজপত্র না থাকায় মহাজনপুরকে ওয়াকওভার দেয়া হয়। এদিকে পৌরসভা গড় পুকুরে ছেলেদের সাতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অপরদিকে, বিকালে মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা  ক্রীড়া সমিতির উদ্যোগে সোমবার মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ৪৩ তম গ্রীষ্মকালীন ছেলেদের ফুটবলে গাংনী উপজেলার করমদি ওমেয়েদের ফুটবলে মেহেরপুর মুজিবনগরের মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ছেলেদের খেলায় করমদি ৩-০ গোলে মেহেরপুর সদরের গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়কে এবং মেয়েদের ফুটবলে মহাজনপুর গাংনী জোড়পুকুরিয়ার বিরুদ্ধে ওয়াকওভার লাভ করে।