বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

By Meherpur News

November 10, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরে জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেড মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের নানা সমস্যা ও দাবি-দাওয়ার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন।

পুলিশ সুপার মনজুর আহমেদ সিদ্দিকী সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আতিকুল হক প্রমুখ।