বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

By Meherpur News

November 23, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অক্টোবর ২০২৫ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার চুরি-ছিনতাই, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উস্কানি, মাদক নির্মূল, অনলাইন জুয়া, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সুপার সকল কর্মকর্তা ও ফোর্সকে সততা, সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে মেহেরপুরবাসীর কাছে দ্রুত ও মানসম্মত পুলিশিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। এছাড়াও জেলার গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি তুলে ধরা হয়।

সভায় অক্টোবর ২০২৫ মাসে মাদকদ্রব্য উদ্ধার, সাজা-ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেফতার এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের মধ্যে নগদ পুরস্কার প্রদান করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।