মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ ইকবাল মাহমুদ টিটো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, বুয়েট শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আল মামুন গাজী এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ডা. সাব্বির শরিফ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওসার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু প্রমুখ।