বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে জেলা মানবিক সহায়তা কর্মসূচির মাসিক সভা অনুষ্ঠিত

By Meherpur News

June 15, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সউদ কবীর, এবং মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আবদুল্লাহ আল আমিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ডেন্ট কামরুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুরুজাজ্জামান, জেলা কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন এবং সামাজিক বন কর্মকর্তা এইচটি হামিম প্রমুখ।

সভায় জেলার মানবিক সহায়তা কার্যক্রমের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।