আইন-আদালত

মেহেরপুরে টলি চাপায় শিশু মৃত্যু মামলায় ট্রলিচালকের সাড়ে ৩ বছরের জেল

By মেহেরপুর নিউজ

October 28, 2019

বেপরোয়া ভাবে টলি  (অবৈধ্য ইঞ্জিন চালিত) গাড়ি দুর্ঘটনায় শিশু মৃত্যু মামলায় ট্রলিচালক তৌফিককে পৃথক দুটি ধারায় বিভিন্ন মেয়াদে জেল দিয়েছে আদালত। 

সোমবার বিকেলে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ শাহীন রেজা এ রায় দেন। সাজাপ্রাপ্ত তৌফিক মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আখের আলীর ছেলে।

মামলার এজাহারে জানাগেছে ২০১৮ সালের ১ আগস্ট সকাল ৮টার দিকে ভবানীপুর গ্রামের আসলাম হোসেনের মেয়ে স্নিদ্ধা খাতুন (১০) সাইকেল নিয়ে বল্লভপুর সড়কের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তৌফিক তার টলি নিয়ে বেপরোয়াভাবে এসে স্নিদ্ধাকে ধাক্কা মারে। 

এতে স্নিদ্ধা মারাত্মক আহত হয়। আহত অবস্থায় প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় মেহেরপুরের মুজিবনগর থানায় ২৭৯ ও ৩০৪ (খ) ধারায় রাজপথে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যুর অপরাধে তৌফিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ৭ জন সাক্ষির সাক্ষ্য প্রদান করে। এতে  আসামী তৌফিক দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২৭৯ ধারায় ১ বছর ৬ মাস এবং ৩০৪ ধারায় ২ বছরের সাজা দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুতসোভা মন্ডল এবং আসামি পক্ষে অ্যাড. খন্দকার আঃ মতিন কৌশলী ছিলেন।