বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টান টান উত্তেজনার মধ্য দিয়ে কোন সহিংসতা ছাড়াই এল জি ই ডি’র পৌনে ৭ কোটি টাকার টেন্ডার জমা

By মেহেরপুর নিউজ

November 29, 2011

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:

টান টান উত্তেজনার মধ্য দিয়ে সোমবার মেহেরপুর এল জি ই ডি’র প্রায় পৌনে ৭ কোটি টাকার টেন্ডার জমা পড়েছে। জানা গেছে, মেহেরপুরের বিভিন্ন এলাকার ৫০ টি রাস্তা ও ব্রিজ, কালভার্ট নির্মানের জন্য ৬ কোটি ৬৮ লাখ টাকার টেন্ডার বিজ্ঞপ্তি দেয়া হয়। সোমবার বেলা ১২ টা পর্যন্ত টেন্ডার জমা দেওয়ার শেষ সময় সীমা বেঁধে দেয়া হয়। এদিকে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে যে কোন ধরনের সহিংসতা এড়াতে এ দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মেহেরপুর জেলা প্রশাসকের কার্যলয় চত্বর, এল জি ই ডি ভবনসহ কোর্ট মেড়ে বিপুল পরিমান পুলিশ, র‌্যাব ও আনছার ব্যটালিয়ন সদস্যদের মোতায়েন করা হয়। ভারপ্রাপ্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেন। সহকারি পুলিশ সুপার শাহেদ আকবর খান সার্বক্ষনিক বিষয়টি দেখভাল করেন। বিপুল পরিমান র‌্যাব ও পুলিশ মোতায়েন করায় সারা মেহেরপুর জুড়ে আতংক শুরু হয়। শেষ পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ৫০টি কাজের অনুকুলে এক হাজার একশ’ ১২ টি টেন্ডার জমা পড়ে।