বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টাস্কফোর্সের অভিযান, ১৫ যানবাহন তল্লাশি, জরিমানা

By Meherpur News

December 30, 2025

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফোর্সসহ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুরের কাথুলী সড়কে এ অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান ঝুরকার নেতৃত্বে পরিচালিত অভিযানে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ মোট ১৫টি যানবাহন তল্লাশি করা হয়।

অভিযান চলাকালে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারায় দুইটি পৃথক মামলায় মোট ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মাদক পরিবহন প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের টাস্কফোর্স অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।