বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টিকটক বিজয়ীদের পুরস্কার বিতরন

By মেহেরপুর নিউজ

July 27, 2019

মেহেরপুর ফেইজবুক ভিক্তিক টিকটক টিম ফটো প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়েছে। শনিবার বিকালে শহরের বড়বাজার এলাকার একটি রেস্তোরায় এ পুরস্কার বিতরন করা হয়। মার্সিয়া রহমান উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন। এসময় তহমিনা তন্নী, আসিফ হাসান সানি, সুরুজ আলী, খন্দকার আসিফ, সাইমুল ইসলাম, সাকিব হাসান, অয়ন, সৈকত, শ্রাবন্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

# নিজস্ব প্রতিনিধি #