বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টিসিবির পেঁয়াজ ৪৫ টাকা বিক্রির একদিন পরেই বাজারে কেজি প্রতি ৮০ টাকা

By মেহেরপুর নিউজ

December 10, 2019

মেহেরপুর নিউজ:

টিসিবির মাধ্যমে মেহেরপুরে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ার পর একদিনের ব্যবধানে বাজারে কেজি প্রতি ৮০ টাকা দাম কমেছে।

সোমবার মেহেরপুরের বাজারে পেঁয়াজ পাইকারি ১৬০ টাকা কেজি বিক্রি হলেও মঙ্গলবার সকাল থেকে বাজারে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হতে দেখা গেছে।

এদিকে সোমবারে টিসিবির পেঁয়াজ বিক্রি করা শুরু করার পর মঙ্গলবার সকাল থেকে টিসিবির পিয়াজ ক্রয় করতে ক্রেতাদের ভির খুব কম লক্ষ্য করা গেছে। এদিকে টিসিবি কর্তিক মেহেরপুরে পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় মেহেরপুরপর বিপুল পরিমাণ সাধারণ মানুষ জেলা প্রশাসক মোঃ আতাউল গনির ভূয়সী প্রশংসা করেছেন।

এদিকে মেহেরপুরের বাজারে একদিনের ব্যবধানে কেজিপ্রতি ৮০ টাকা দাম কমে যাওয়ায় পেঁয়াজের দাম বৃদ্ধির মূল কারণ হিসেবে ব্যবসায়ীদের শনাক্ত করছে সাধারণ মানুষ।