শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজে ছাত্র ভর্তি করাকে কেন্দ্র করে ভাঙচুর করেছে একদল উৎশৃংখল ছাত্র

By মেহেরপুর নিউজ

January 24, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ জানুয়ারী:

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ছাত্র ভর্তি করাকে কেন্দ্র করে একদল উৎশৃংখল ছাত্র টেকনিক্যাল স্কুল ও কলেজ ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্চিত করেছে। মঙ্গলবার ওই ঘটনা ঘটে। জানা গেছে, একদল উৎশৃংখল ছাত্র ফেল করা  ছাত্র ভর্তি করতে গিয়ে ব্যর্থ হয়ে কয়েকটি ক্লাস রুম ভাংচুর করে। এসময় শিক্ষকরা বাঁধা দিতে গেলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

এদিকে ছাত্র কর্তৃক ক্লাশরুম ভাংচুর ও শিক্ষক লাঞ্চিত হওয়ার প্রতিবাদে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকরা  বুধবার কর্ম বিরতী পালন করবে বলে ঘোষনা দিয়েছেন।