বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে টেকসই উন্নয়নে কর্মশালা

By মেহেরপুর নিউজ

November 18, 2017

মেহেরপুর নিউজ, ১৮ নভেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

এসময় পুলিশ সুপার আনিছুর রহমান, সিভিল সার্জন ডা. জিকেএম সামছুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, জেলা আনছার কমান্ডার আব্দুর রশিদ, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃঞ্চপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, জেলা ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হক লাল মিয়া, দারিদ্র বিমেচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোসাররফ হোসেন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানসহ জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সেখানে উপস্থিত ছিলেন।