বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ট্রাফিক ক্যাম্পেইন উপলক্ষে লিফলেট বিতরণ

By মেহেরপুর নিউজ

September 15, 2018

মেহেরপুর নিউজ, ১৫ সেপ্টেম্বর: “ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে পথ চলুন, ঝুঁকিমুক্ত জীবন গড়ুন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে মেহেরপুরের বিভিন্ন সড়কে ‘ট্রাফিক ক্যাম্পেইন’ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোচালক ও সাধারণ পথচারীদের ট্রাফিক আইন মেনে চলতে এবং নিরাপদ চলাচলে উদ্বুদ্ধ করতে সকলের মাঝে লিফলেট বিতরনের উদ্বোধন করা হয়। জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ট্রফিক ক্যাম্পেইনের লিফলেট বিতরনের উদ্বোধন করেন। এসময় জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) ইসমাইল হোসেন, টিআই-২ মুজতবা হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক উল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্তি পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, সড়কে নিষিদ্ধ যানবাহন যেমন লেগুনা, নসিমন করিমন যেন চলতে না পারে সেজন্য ট্রাফিক পুলিশ কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছে । যেসব গাড়ির সঠিক ও বৈধ কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দেয়া হচ্ছে বলেও জানান তিনি । এদিকে মেহেরপুর সড়ক-মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে শৃংখলা বদ্ধ রাখা, দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক প্রতিষ্ঠার জন্য প্রতি শনিবার ট্রফিক ক্যাম্পেইন চলমান থাকবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা পুলিশ।