করোনাভাইরাস

মেহেরপুরে ট্রাক, ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ও রিক্সা চালকদের খাদ্য সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

April 20, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন ও রিক্সা চালকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ৮শ সদস্যের মাঝে চাল বিতরণ করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় সহকারী কমিশনার)(ভূমি) মোঃ মাইন উদ্দিন , সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।