বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে ট্রাক ভর্তি ভারতীয় কাপড় সহ দুজন আটক

By মেহেরপুর নিউজ

July 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুলাই: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে ট্রাক ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় কাপড় আটক করেছে বিজিবি। এ সময় ট্রাক চালক ও তার হেলপার কে আটক করে বিজিবি সদস্যরা। আজ রোববার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সেক্টরের বিজিবি-র সদস্যরা ওই ভারতীয় কাপড় সহ তাদের আটক করেন। অভিযান পরিচালনাকারী কুষ্টিয়া সেক্টরের মেজর নাহিদুজ্জামান জানিয়েছেন, সোর্স মাধ্যমে তারা জানতে পারেন মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে ট্রাক ভর্তি ভারতীয় কাপড় যাচ্ছে পাবনায়। ঐ সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামুন্দি মোড়ে অবস্থান নেন। তথ্য অনুযায়ী যশোর ড ১১-০৪৬২ ট্রাকটি থামানোর চেষ্টা করলে চালক গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরাও গাড়ি নিয়ে ধাওয়া করে চালক সবুজ (২৫) ও হেলপার আরজ আলী (৩৫) সহ ট্রাকটি আটক করে। আটককৃত ট্রাক থেকে প্রায় কোটি টাকা মুল্যের ভারতীয় কাপড় উদ্ধার করা হয়। ভারতীয় কাপড় গুলো চুয়াডাঙ্গা আট কবর এলাকা থেকে ট্রাকে ভর্তি করে পাবনায় যাচিছল। আসন্ন ঈদকে সামনে রেখে বড় বড় কাপড় ব্যবসায়ীরা চোরাকারবারীর মাধ্যমে এখন ভারতীয় কাপড় আমদানী করবে বলেও তিনি জানান।