বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ট্রাফিক সপ্তাহের দুই দিনে শতাধিক মামলা

By মেহেরপুর নিউজ

August 06, 2018

মেহেরপুর নিউজ, ০৬ আগষ্ট: ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন- এই স্লোগানকে সামনে রেখে জেলায় ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। ট্রাফিক সপ্তাহের দুই দিন শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক মামলা ও ৬টি মোটরসাইকেল জব্দ করা হযেছে। মোটর সাইকেল, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের রেজিঃ, ড্রাইভিং লাইসেন্স, ইন্সূরেন্স কাগজপত্র যাচাই বাছাই শেষে মামলা ও জব্দ করা হয়। ট্রাফিক পুলিশের এ অভিযানে মেহেরপুরের রোভার স্কাউটস সদস্যরা তাদের সহযোগীতা করছে।

ট্রাফিক পুলিশের টিআই মুসতবা জানান, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে জেলায় ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক ও বেপরোয়া গতিতে গাড়িচালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় ট্রাফিক পুলিশের টি.আই-৩ মনির হোসেন, সার্জেন নাজমুল হাসান, টিপু সুলতান, সহ বিভিন্ন কলেজের রোভার সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এ ছাড়াও ট্রাফিক পুলিশ ও স্কাউটস সদস্যদের সহায়তা নিয়ে বিভিন্ন যানবাহনের চালকদের দুর্ঘটনারোধে সতর্ক করতে বিভিন্ন পরামর্শও প্রদান করা হয়।