মেহেরপুর নিউজ,০৬ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে বাদলের ইটভাটার পাশে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও বিপুল পরিমান বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির প্রস্তুতি কালে হানা দিয়ে এগুলো উদ্ধার করতে পারলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেণ। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, সদরের আশরাফপুর গ্রামে জনৈক বাদলের ইটভাটার পাশে ডাকাতদল প্রস্তুতি সভা করছে।এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আহসান হাবিরের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল অস্ত্র,’ গুলি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সেখান থেকে ১টি বিদেশী পিস্তল, ২টি শর্টগান, ৪রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন,প্রায় আধা বেজি গান পাউডার, বেশ কিছু জালের কাঠি, টেপ, জর্দার কৌটা উদ্ধার করা হয়। সদর থানার ওসি আহসান হাবিব জানান, ডাকাতদের আটক করার চেষ্টা চলছে।