আইন-আদালত

মেহেরপুরে ডাকাতের ৫ বছরের জেল

By মেহেরপুর নিউজ

April 19, 2016

মেহেরপুর নিউজ, ১৯ এপ্রিল:

মেহেরপুরে একটি ডাকাতি মামলায় মুঘল হোসেন নামের এক ডাকাতের ৫ বছরের জেল দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টি এম মুসা এ আদেশ দেন। দন্ডিত মুুঘল হোসেন সদরের আমঝুপি গ্রামের এনাম আলীর ছেলে। মামলার বাকি ৪ আসামীকে বেকসুর খালাস দেয়া হয়। খালাসপ্রাপ্তরা হলো: একই গ্রামের তালিম উদ্দিন, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম ও মিয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৯ নভেম্বর রাতে সদর উপজেলার আমঝুপি গ্রামের শাজাহান আলীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়। ডাকাতিকালে বাড়ির বেশকিছু মালামাল লুটকরাসহ বাড়ির মালিক শাজাহানের উপর হমলা চালিয়ে তাকে গুরতর আহত করে। আহত শাজাহান চিকিৎসাধীন অবস্থায় মাস খানেক পরে মারা যান। এদিকে ডাকাতির পর দিন তার ছেলে আজিম উদ্দিন বাদি হয়ে মুঘল হোসেনকে প্রধান করে ৫জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৮ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে খন্দকার আব্দুল মতিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।