স্বাস্থ্য

মেহেরপুরে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।। আইসিডিডিআর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 16, 2015

মেহেরপুর নিউজ,১৬ মে: মেহেরপুরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আইসিডিডিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। শনিবার সকালে তিনি মেহেরপুর জেনারেল হাসাপাতালের ডায়রিয়া ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অলোক কুমার দাস, তত্তাবধায়ক ডা. মিজানুর রহমান, সহকারী সুপার ডা. তাপস কুমার সরকার পরিদর্শন কালে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মেহেরপুরে গত ১০ দিন ধরে ডায়রয়িার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন গড়ে অর্ধশতাধীক রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধিতে একাধীক মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে গত ২ দিনে ডায়রিয়া আক্রান্ত ২ জন রোগীর মৃত্যু হয়েছে।