বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 08, 2019

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উদ্যোগে মাদকের ক্ষতির প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিার লক্ষে ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে।

রবিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপনের উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইবাদত হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ এবং মুজিবনগর উপজেলা পরিষদে আরো ২টি ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হবে।