শিক্ষা ও সংস্কৃতি

মেহেরপুরে ডিজে ড্যান্স কালচারাল একাডেমীর সঙ্গিত সন্ধ্যা ও ড্যান্স শো !

By মেহেরপুর নিউজ

March 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মার্চ: মেহেরপুরে ডিজে ড্যান্স কালচারাল একাডেমীর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সঙ্গিত সন্ধ্যা ও ড্যান্স শো অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কের শহীদ মিনারে এ সঙ্গিত সন্ধ্যা ও ড্যান্স শো অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে ডিজে কালচারাল একাডেমীর সদস্যরা সঙ্গিত ও ড্যান্স প্রদর্শন করেন। তবে, শহীদ মিনারের বেদীতে ড্যান্স শো হওয়ায় ক্ষুব্ধ সাধারন মানুষ।  সংস্কৃতির নামে এটা কি শহীদ মিনারের অবমাননা নয়? এ প্রশ্ন  জন সাধারনের।