মেহেরপুর নিউজ:
মেহেরপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) হিসাবে যোগদান করেছেন শামিম হোসেন। শনিবার সকালের দিকে শামীম হোসেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হিসেবে জেলা প্রশাসক মোহম্দদ আজিজুল ইসলামের কাছে যোগদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম নবাগত স্থানীয় সরকার বিভাগের পরিচালক শামীম হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন। শামীম হোসেন এর আগে শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।