মেহেরপুর নিউজ:
ডিপ্লোমা কৃষিবিদ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা, র্যালী ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়েছে।
সদর উপজেলা সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে ইনস্টিটিউশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শরিফ উদ্দিন, আশরাফুজ্জামান, আশরাফুল আলম, এসএম কুতুব উদ্দিন, আবু সালেহ প্রমুখ। পরে সেখানে কেক কাটা হয়।
এর আগের দিবসটি উপলক্ষে একটি র্যালী বের করা হয়। সদর উপজেলা সভাপতি মনিরুল হকের নেতৃত্বে র্যালীটি ইনস্টিটিউশন কার্যালয় থেকে শুরু করে কলেজ মোড় প্রশিক্ষণ শেষে নিজ কার্যালয়ে শেষ হয়।