বিশেষ প্রতিবেদন

মেহেরপুরে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

September 30, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ সেপ্টেম্বর: সারাদেশের ন্যায় ডিপ্লোমা শিক্ষার্থীদের চাকুরিতে যোগদানের সময় প্রকৌশলী পদমর্যাদা প্রদান করা সহ দু’ দফা দাবি আদায়ের লক্ষে মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ছাত্রছাত্রীরা দ্বিতীয় দিনের মত পরীক্ষা

বর্জন, বিক্ষোভ মিছিল,সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে। আজ সোমবার সকালে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। কলেজ মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্দ্ধ ছাত্রছাত্রীরা সড়ক অবরোধ করে। এ সময় কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় মেহেরপুর-চুয়াডাঙ্গা ও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের যান চলাচল। পরে মেহেরপুর সদর থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা । মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেন, বোর্ডের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।