বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

By Meherpur News

July 21, 2025

মেহেরপুর নিউজ:মেহেরপুরের গাংনী উপজেলার তেতুলবাড়িয়া সড়কে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ সাইফুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

আটক সাইফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের শিতাব আলীর ছেলে।

ডিবি পুলিশের সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।